Saturday, December 1, 2012

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদে (‘চ’ ইউনিট) প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। গত ১৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
এ বছর চারুকলা অনুষদের আটটি বিভাগের অধীনে ১১৯টি আসনের জন্য চার হাজার ১২১ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন দুই হাজার ৩৪৭ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৮ জন। পাশের হার শতকরা ছয় দশমিক ৭৩।
পরীক্ষার বিস্তারিত ফল ‘চ’ ইউনিটের ওয়েবসাইটে (http://chaunit.univdhaka.edu) দেখা যাবে। এছাড়া মুঠোফোনে (রবি, বাংলা লিংক, সিটিসেল ও এয়ারটেল) ফল জানতে চাইলে খুদেবার্তা অপশনে গিয়ে DU CHA লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।

Vegan diet may help lower your cholesterol

Are you suffering from high cholesterol? Try plant-based vegetarian diets, especially vegan diets, which can significantly help...